ফ্রান্সের সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে ফ্রেন্স রিভিয়েরা হলো অন্যতম। এটি ফ্রান্সের সবচেয়ে আকর্ষণীয় উপকূলীয় অঞ্চল যার কেবল একটাই সমার্থক শব্দ হতে পারে – আর তা হলো “গ্ল্যামার”। কোট ডা’জিউর এর অর্থ হলো “Coast of Blue (নীল উপকূল)” যার কারণ ভূমধ্যসাগর এর গভীর নীল রং। তবে ইংরেজিতে একে বলা হয়ে থাকে ফ্রেঞ্চ রিভিয়েরা। এটি সেইন্ট ট্রপেহ হতে ইতালির সীমান্তবর্তী মেন্টন পর্যন্ত বিস্তৃত হয়েছে। গ্রীষ্মকালে এটি হয়ে উঠে সৈকত প্রেমীদের মিলনস্থল। এই সময় ইয়টগুলোতে চোখে পড়ে হাজার হাজার পর্যটক। পর্যটকরা মুগ্ধ হন এখান প্রাকৃতিক সৌন্দর্য দেখে।

কান (Cannes)
প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী বেড়াতে আসেন কান শহরে। এর মধ্যে বেশির ভাগ আসেন কান চলচ্চিত্র উৎসব চলাকালে। কানে দর্শনার্থী সমাগমের বিশেষ একটি কারণ হল এখানে প্রতি বছরই বিশ্বখ্যাত নানা সিনেমার শুটিং হয়। ভাগ্য সুপ্রসন্ন হলে আপনারও দেখা হয়ে যেতে পারে বিখ্যাত কোন তারকার সাথে।

নিস (Nice)
কোন প্রকার যুক্তিতর্ক ছাড়াই ফ্রেঞ্চ রিভিয়েরার সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে ঘোষণা করা যায় নিস শহরকে। জনসংখ্যার দিক থেকে নিস ফ্রেঞ্চ রিভিয়েরার সর্ববৃহৎ শহর। আল্পস মেরিটাইম এলাকার রাজধানী নিসকে সমগ্র ফ্রেঞ্চ রিভিয়েরার রাজধানী বলে মনে করা হয়। ফ্রেঞ্চ রিভিয়েরার বিমানবন্দরটি এই শহরেই অবস্থিত। এটি ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।

মোনাকো (Monaco)
আলাদা ভাবে উল্লেখ করার মত অনেক বৈশিষ্ট্য রয়েছে মোনাকো শহরের। মোনাকোতে রয়েছে যেকোনো শহর থেকে আলাদা অনন্য এক প্রাকৃতিক পরিবেশ। মজার একটা ব্যাপার হল মোনাকোর বাসিন্দাদের কোন আয়কর দিতে হয় না। মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রমত স্বাধীন রাজ্য কিন্তু সবচেয়ে ঘনবসতিপূর্ণ। এই শহরে পৃথিবীর নানা দেশের ধনী পর্যটকদের আগমনের একটা বিশেষ কারণ রয়েছে। এখানে প্রতিবছর বিশ্ব বিখ্যাত ফর্মুলা-ওয়ান কার রেসিং অনুষ্ঠিত হয়। বছরের ওই সময়টাতে মোনাকোতে ভিড় পরে যায় সারা বিশ্বের জনপ্রিয় সব টিভি চ্যানেল প্রতিনিধিদের। এই শহরে আপনি দেখতে পাবেন বেশ কিছু নান্দনিক আকাশচুম্বী অট্টালিকা।



আর্টিকেলটি নিয়ে আলোচনা